কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাস স্টাফদের উপর হামলা, বাস চালক আহত

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা শহরের টাওয়ার হাসপাতালের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস স্টাফদের উপর হামলায় বিশ্ববিদ্যালয়ের বাসের সহকারী আব্দুস সাত্তার নামে এক বাস চালক আহত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। টাওয়ার হাসপাতাল এলাকার এম্বুল্যান্স সিন্ডিকেটের সদস্যরা এ হামলা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বাস কুমিল্লার কান্দিরপাড়ে যাওয়ার পথে টাওয়ার হসপিটালের সামনে পৌঁছালে গাড়ি পাশ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কুমিল্লা টাওয়ার হসপিটালের এম্বুল্যান্স চালকরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বাসের স্টাফদের এলোপাতাড়ি মারতে থাকে৷ এতে বিশ্ববিদ্যালয় বাস চালক গুরুতর আহত হয়ে পড়লে তৎক্ষণাৎ তাকে টাওয়ার হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আহতকে টাওয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে মারধরকারীদের শনাক্ত করা হবে।

কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)কমল কৃষ্ণ ধর বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সিসি টিভি ফুটেজ দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!