কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ জন

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণে এবং লক্ষণ উপসর্গ নিয়ে আরো ১১ জন মারা গেছেন। এদের মধ্যে ৩ জন করোনা সংক্রমণে এবং ৮ জন লক্ষণ নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় এই ১১ জন মারা গেছেন বলে ১৬ জুন দুপুর ১টায় নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন।

করোনা সংক্রমণে মারা যাওয়াদের মধ্যে কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা রয়েছেন। করোনা সংক্রমণে অপর মারা যাওয়া দুই জন হচ্ছেন কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন মজুমদার (৫৭) ও কুমিল্লার ধর্মপুরের জয়নাল আবেদীন (৬৫)।

করোনার লক্ষণ নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জের তোফাজ্জল হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৫৩), কুমিল্লা শহরের ছোটরার আবদুর রশিদের মেয়ে জাহানারা বেগম (৫০), কুমিল্লার কোয়ারের অর্চনা(৫০), করোনা ওয়ার্ডে মারা গেছেন কুমিল্লার দাউদকান্দির মো: আলেকের ছেলে গিয়াস উদ্দিন (৫৫), কুমিল্লা শহরের ধর্মপুরের কামাল হোসেন (৬০), আইসিইউতে থাকা অবস্থায় মারা গেছেন কুমিল্লার চান্দিনার আবুল বাশার (৪৮), কুমিল্লার সদর দক্ষিণের ইসহাক মজুমদার (৬০), কুমিল্লার কোতয়ালী থানাধীন কৃষ্ণনগরের আয়েশা (৫৬)।

উল্লেখ্য, এ নিয়ে গত ৪ দিনে করোনায় আক্রান্ত হয়ে এবং লক্ষন উপসর্গ নিয়ে কুমিল্লায় ৪২ জনের মৃত্যু হলো।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!