কুমিল্লা সদর থানা প্রতিষ্ঠা হবে গোমতীর উত্তর পাড়ে- এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, ধারাবাহিক অবকাঠামো উন্নয়ন ও সরকারি গুরুত্বপূর্ণ অফিস স্থাপনের ফলে গোমতীর উত্তরপাড় উপ-শহরে পরিনত হচ্ছে। ইতিমধ্যে গোমতী নদীর পাড়ে আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এ এলাকায় কুমিল্লা সদর থানা নামে একটি নতুন থানা প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ১৮ কোটি টাকা ব্যায়ে গোমতীর পাড়ের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা চাঁনপুর ব্রীজ হয়ে ব্রাক্ষনবাড়িয়া পর্যন্ত একটি ফোর লেন সড়ক নির্মানে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গোমতী পাড়ের মানুষ সরকারের এসব উন্নয়নের সুফল পাবেন।

বুধবার (২৭ জুলাই) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রতœাবতী স্কুল মাঠে আয়োজিত ৪ নং আমড়াতলী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

এমপি বাহার আরও বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন মাথা উচুঁ করে দাঁড়াবে। জাতিরপিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নিজের টাকায় পদ্মাসেতু এর উজ্জ¦ল প্রমান। যদি করোনা মহামারী আঘাত না আনত তাহলে এসময়ে আমরা আরও এগিয়ে যেতাম। কর্নফুলি ট্যানেল ও মেট্রোরেল এর মতো মেগা প্রকল্প আমাদের চালু হয়ে যেত। দেশকে সমৃদ্ধির আসনে নিয়ে যেতে শেখ হাসিনার বিকল্প নেই।

শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে আগামী ২০ বছরে আমেরিকা-অস্ট্রেলিয়ার কাতারে থাকবে বাংলাদেশ। নতুন প্রজন্মের উন্নত বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রীর এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে মিথ্যা মামলায় হয়রানী বিষয়ে আইনী সহায়তা, জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করা, গৃহহীন ব্যক্তিকে ঘর প্রদান সহ বেশ কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এমপি বাহার। এছাড়া মানসম্মত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন। মতবিনিময় সভার আগে হাজী বাহার এমপি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।

বুধবার সকাল ১১ টায় কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। অনুষ্ঠান পরিচালনা করেন আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাছান রাফি রাজু, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক তোফায়েল আহাম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মনজিল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির,আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ,সাধারন সম্পাদক মিজানুর রহমান হাসু সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাধারন জনগনের সাথে মত বিনিময় সভা শেষে এমপি বাহার মধ্যাহ্নের বিরতির পর নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক বিষয়, সমসাময়িক ঘটনা ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে পৃথক বৈঠক করেন।

এ সময় নেত্রীর বিরুদ্ধে দেশীয় ও আন্তরজাতিক ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সোচ্চার হওয়ার নিদের্শ দেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই থেকে কুমিল্লায় তৃণমূলের সাধারন জনগনের সাথে সংলাপ শুরু করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জনগনের সমস্যার দ্রুত সমাধান ও সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!