কুমিল্লা সদর দক্ষিণে ঘরের তালা ভেঙে চুরি
- তারিখ : ০৭:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 250
সদর দক্ষিণ :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুরে মোঃ ওবায়েদুল হান্নান নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ওবায়েদুল হান্নান বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুয়াগাজী ধনপুরের ওবায়েদুল হান্নান সপরিবারে ঢাকাস্থ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় বসবাস করেন। মাঝেমধ্যে পৈত্রিক বাড়ী ধনপুরে আসা-যাওয়া করেন। কিছুদিন আগে বিল্ডিংয়ের সকল দরজা-জানালা বন্ধ করে দরজায় তালা দিয়া ঢাকায় যান। গত ২৮ অক্টোবর সকালে ওবায়েদুল হান্নানের
চাচাতো ভাই বাড়ীতে প্রবেশ করে বসতঘরের দরজার লক ভাঙ্গা ও ভিতরের আসবাবপত্র এলোমেলো দেখতে পেয়ে
ওবায়েদুল হান্নানকে মোবাইলে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঢাকা থেকে কুমিল্লায় এসে বিল্ডিং ঘরে রক্ষিত ৫টি নতুন দরজার স্টীলের লক, ৭টি দরজার স্টীলের সিটকিনি, ৫টি স্টীলের দরজার হাতল, ২ কয়েল কারেন্টের তার, ১ কয়েল ডিশের তার, আনুমানিক ২০০ কেজি ওজনের রডের টুকরা সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হওয়ার দৃশ্য দেখতে পান। এছাড়াও বিল্ডিং ঘরের তিনটি কাঠের দরজা ভাঙ্গা, দরজার লাগানো স্টীলের লক ও লাগানো তালা ভাঙ্গা এবং লক ভাঙ্গার কাজে ব্যবহৃত ১টি স্টীলের রেনজ ও লোহার কোরাবারি ফ্লোরে পরে থাকতে দেখেন। ওই বাড়ীতে কোন সিসি ক্যামেরা না থাকায় তাৎক্ষনাত কে বা কাহারা উক্ত ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে কোন তথ্য পায় নাই।
এঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ওবায়েদুল হান্নান বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, অভিযোগ পেয়েছি। আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।












