কুমিল্লা সদর দক্ষিণে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধনের আওতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্মিত দুইটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র
(ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বামিশা এ আর উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের অর্থায়নে ও বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ তৌহিদুল ইসলাম মজুমদার,চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের গভর্ণি বডি সভাপতি মীর মোঃ আবু তাহের,।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী শখা, মহিলা বিষয়ক সম্পাদক মোছেনা আক্তার,আওয়ামী লীগ নেতা নূর আহমেদ মাস্টার,ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম,ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় গভর্ণি বডি সদস্য ডাঃ কিরণ বৈদ্য,কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন,লালবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুদ্দিন,
ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মেজবা উদ্দিন শাওন,স্থানীয় আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির,আব্দুল আউয়াল,মাস্টার জয়নাল আবেদীন,মনির মজুমদার,এয়াসিন,কালু মিয়া,অহিদুর রহমান ফরাজী,জহিরুল ইসলাম ফরাজী,শফিকুর রহমান,শম্পু চন্দ্র শীল,বাবুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!