কুমিল্লা সদর দক্ষিণে মাদক ব্যবসায়ী বিল্লালের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি
- তারিখ : ০৮:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 331
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী উলুইন গ্রামের মাদক ব্যবসায়ী বিল্লালের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি। মাদক ব্যবসায় বাধা দেয়ার গ্রামবাসিকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে বিল্লালের বিরুদ্ধে। এ ঘটনায় উলুইন গ্রামের মোঃ আব্দুল হালিম বাদি হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক ব্যবসায়ী বিল্লালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগে বাদি আব্দুল হালিম উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী বিল্লাল আমাদের একই গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা। বিবাদীরা অত্যন্ত খারাপ, অসামাজিক, মাদক ব্যবসায়ী, আইন অমান্যকারী এবং দাঙ্গাবাজ প্রকৃতির লোক। বর্ণিত বিবাদীরা এলাকার মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কাজ এবং মাদক ব্যবসা করে আসছে। তাদের এমন কর্মকান্ডের ফলে পূর্বেও স্থানীয় গন্যমান্য লোকজন বিবাদীদের এরকম অন্যায় কাজ করতে নিষেধ করেন। উক্ত বিষয়ে স্থানীয় গ্রামবাসী বিল্লালের বিরুদ্ধে একাধিকবার শালিস দরবারের মাধ্যমে অপরাধমুলক কর্মকান্ডের বিষয়ে হুশিয়ার করে দেন।
বিবাদীদেরকে উক্ত বিষয়ে নিষেধ করার পরেও বিবাদীরা এইরকম কর্মকান্ড করে আসছে। তাদের উক্ত কর্মকান্ডের আমিসহ স্থানীয় লোকজন বাধা প্রদান ও নিষেধ করায় বিবাদীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদান করে। বিল্লালের এমন কর্মকান্ডে বাধা দেয়ার ফলে স্থানীয় গ্রামবাসীকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে।
সম্প্রতি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন উলুইন আমার বসত বাড়ীর সামনে মাসজিদের পশ্চিম পাশ দিয়ে যাওয়ার সময় বিল্লালের হাতে থাকা চেনী, লাঠি নিয়ে আমার ভাই নজরুলকে পথরোধ করে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বিল্লালের হাতে থাকে চেনী, লাঠি দিয়ে আক্রামন করে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে ফুলা জখম করে। পরবর্তীতে শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমার ভাই জানে রক্ষা পায়।
অভিযোগকারী আব্দুল হালিম আরো জানান, মাদক ব্যবসায়ী বিল্লালের অপকর্ম ঢাকতে এবং প্রতিবাদকারীদের ফাঁসাতে বিল্লালের একটি পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে আমাদেরকে বিপদে পালানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের নিকট বিষয়টির প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি। পাশাপাশি মাদক ব্যবসায়ী বিল্লালের বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।









