কুমিল্লা সদর দক্ষিণে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাজহারুল ইসলাম বাপ্পি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মমতাজ খান,হাজী আব্দুল মমিন,জামাল উদ্দিন রুবেল,

সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, হানিফ চৌধুরী, মনির মৈশান, রিপন মজুমদার, জহিরুল ইসলাম স্বপন, কালাম, যুবলীগ নেতা মোঃ আজাদ, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, আব্দুল হালিম, সিরাজুল ইসলাম লিটন, জহিরুল ইসলাম, সাগর, মজিবুর রহমান, কিরন চৌধুরী, সোহেল, বিল্লাল হোসেন, আব্দুর রহমান, বিমল ভৌমিক, আব্দুল হান্নান মজুমদার,

কাজী বোরহান উদ্দিন, আব্দুর রব, সাইফুল ইসলাম, অপূর্ব সোহাগ, আব্দুল বারেক, পারভেজ, রাসেল হোসেন ,মাসুদ, শরিফ, রোবেল, কাউসার, মাসুদ সেলিম, মীর হোসেন, শরিফুল ইসলাম জনি, দুলাল, আনাস মেম্বার, মোহনসহ উপজেলার সকল ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!