অনলাইন ডেস্ক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-প্রার্থী বাছাইয়ে সর্তকতার কথা জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন তৃণমূলে গ্রহণযোগ্য কর্মীবান্ধব বিতর্কমুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।
দলের নেতারা জানান, গেলো দুটি নির্বাচনে তাদের প্রার্থীর পরাজয়সহ নানান কারণও বিশ্লেষণ করা হচ্ছে। তাই ব্যক্তি ইমেজের সঙ্গে তৃণমূলের সুপারিশকে গুরুত্ব দেয়া হবে।
কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশন হওয়ার পর থেকেই মেয়র পদটি বিএনপির দখলে। বলা হয় এর অন্যতম কারণ আওয়ামী লীগের স্থানীয় বিরোধ।
আসছে ১৫ই জুন নির্বাচনের জন্য আওয়ামী লীগ এর মধ্যে দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। প্রার্থী হতে আগ্রহী দলের বেশকজন নেতা। কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নানান দিক বিবেচনায় নেয়া হবে।
আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা সব সময় সরকারি বা বেসরকারি সংস্থার সার্ভে সংগ্রহ করি। এর বাইরে আমাদের তৃণমূলের যে সুপারিশ তাদের যে আকাঙ্খা আছে তা জানার চেষ্টা করি।’
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনে সব সময় যোগ্য লোককে, জনপ্রিয় লোককে, ভাল লোককেই আমরা বিবেচনায় আনার চেষ্টা করি। যাতে জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয়।’
আগের দুবারের প্রার্থীর হারেন কারনগুলোও বিবেচনায় দেয়া হচ্ছে। প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ই মে। দুদিন পর ১৩ই মে স্থানীয় সরকার মনোনায়ন বোর্ড সভা শেষে দলের প্রার্থী ঘোষণা করা হবে।
সূত্র:DBC