নিজস্ব প্রতিবেদক।।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ১৫ জুন সকাল থেকেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের (১৯-২৭) নয় ওয়ার্ডের পাঁচটিতে’ই নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
২২নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এছাড়াও ১৯ নং ওয়ার্ডে রেজাউল করিম, ২০নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২৩নং ওয়ার্ডে আনিসুজ্জামান আনিস ও ২৪নং ওয়ার্ডে মহিবুর রহমান তুহিন নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অন্যান্য ওয়ার্ডে পুরনো কাউন্সিলরদের উপর আস্থা রেখেছেন ভোটাররা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে রেজাউল করিম টিফিন ক্যরিয়ার নিয়ে ১ হাজার ৩’শ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২০ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন ৩ হাজার ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুনুর রশিদ ১ হাজার ৫’শ ৯৫ ভোট পেয়েছেন।
২১ নং ওয়ার্ডে কাজী মাহাবুবুর রহমান (ঠেলা গাড়ি) প্রতীক নিয়ে ৩ হাজার ৬’শ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা ৩ হাজার ২’শ ২ ভোট এবং আক্তার হোসেন (ট্রাক্টর) প্রতীক নিয়ে ৪’শ ৮৪ ভোট পেয়েছেন।
২২নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন (ঘুড়ি) প্রতীক নিয়ে ৪ হাজার ৫’শ ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহআলম মজুমদার লাঠিম প্রতীক নিয়ে ১ হাজার ৮’শ ৮৮ ভোট পেয়েছেন।
২৩নং ওয়ার্ডে আনিসুজ্জামান আনিস (মিষ্টি কুমড়া) প্রতীক নিয়ে ১২’শ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলমগীর হোসেন ১১’শ ২৫ ভোট, নুর মোহাম্মদ কাজল ৭’শ ৭৩ ভোট,মাহাবুব ১০৩ ভোট,আলাল ৪’শ ৬০ ভোট,নুরুল ইসলাম ৪’শ ২০ ভোট পেয়েছেন।
২৪ নং ওয়ার্ডে মহিবুর রহমান তুহিন ঘুড়ি প্রতীক নিয়ে ২ হাজার ২’শ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
২৫ নং ওয়ার্ডে এমদাদ উল্লা বিএসসি ঠেলা গাড়ি প্রতীক নিয়ে ১ হাজার ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ খলিলুর রহমান মজুমদার ৯’শ ৩১ ভোট পেয়েছেন।
২৬ নং ওয়ার্ডে আব্দুস সাত্তার ঘুড়ি প্রতীক নিয়ে ২ হাজার ১’শ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল হোসেন ১ হাজার ৫’শ ২৫ ভোট পেয়েছেন।
২৭ নং ওয়ার্ডে আবুল হাসান ট্রাক্টর প্রতীক নিয়ে ২ হাজার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল হক চৌধুরী লাঠিম প্রতীক নিয়ে ১৭’শ ৯০ ভোট পেয়েছেন।
এছাড়াও সংরক্ষিত ১৯,২০,২১ নং ওয়ার্ডে তাহমিনা আক্তার ৫ হাজার ৯’শ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত ২২,২৩,২৪ নং ওয়ার্ডে ফারহানা পারভীন পেয়ারা বানু বই প্রতীক নিয়ে ৮ হাজার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ২৫,২৬,২৭ নং ওয়ার্ডে শাহিনা আক্তার ৪ হাজার ৮’শ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।