কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর পথ সভায় অর্থমন্ত্রীর সমর্থিতরা

নিজস্ব প্রতিবেদক।।

যেখানে নৌকা সেখানে ভোট, শেখ হাসিনার জয় হোক” এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় (নৌকা) প্রতীক প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী করার লক্ষ্যে সোমবার সিটির ২২নং ওয়ার্ডের কচুয়া চৌমুহনীতে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে (নৌকা) প্রতীক মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পথ সভায় সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ারের নেতৃত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি সমর্থিতরা
অংশগ্রহণ করেছেন। এর আগে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালায় লোটাস কামাল সমর্থিতরা।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা ও গণসংযোগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম। এদিকে সোমবার সন্ধ্যায় ২২নং ওয়ার্ডের কচুয়া চৌমুহনীতে নৌকা প্রতীক মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এর পথ অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, প্রফেসর রুহুল আমিন ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আসাদুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল,সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম। নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ওয়াহিদুর রহমান মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী ছাদেকুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক ভূঁইয়া,২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন, মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু, ২২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শিমুল ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু, সাধারণ সম্পাদক তুহিন হোসেন, ২২নং ওয়ার্ড ছাত্র লীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল হক প্রমুখ।

পথ সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে যদি তিনি মেয়র হতে পারেন তাহলে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা, ভবনের নকশা অনুমোদনে সরকারি ফির বাইরে মেয়রকে এক টাকাও ঘুস দিতে হবে না, বহুতল ভবনের নকশা অনুমোদনে মেয়রকে বিনামূল্যে কোনো ফ্ল্যাট দিতে হবে না, ঠিকাদাররা কার্যাদেশ নিতে মেয়রকে পারসেনটেজ হিসেবে ঘুস দিতে হবে না,সিটি করপোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় না বানিয়ে কুমিল্লার গণমানুষের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। কুমিল্লার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে, করের টাকা সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়নকাজে ব্যয় করা হবে,অগ্রাধিকার ভিত্তিতে সব পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

এ সময় ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের মজুমদার বুলু,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী,দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকাসহ নৌকা সমর্থিতরা উপস্থিত ছিলেন।

পথ সভার আয়োজনে সার্বিক তত্বাবধানে ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক ইদ্রিস মিয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামীম মিয়া, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!