০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি নির্বাচন: সাক্কুর পোস্টার ছেঁড়া ও মাইক ভাংচুরের অভিযোগ

  • তারিখ : ০২:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / 469

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মাইক ভাংচুর ও তার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মে) রাতে নগরীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার বলেন, নগরীর চকবাজার, কাশারীপট্টি, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি এবং রাজগঞ্জ পর্যন্ত সাবেক মেয়র সাক্কুর টেবিল ঘড়ি প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, আমরা কর্মী দিয়ে নগরীর চকবাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত পোস্টার দড়ি দিয়ে নির্বাচন কমিশনের বিধি মেনে টানাই। কে বা কারা ভোরে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এছাড়া সিসি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী কবির মজুমদার।

প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ বলেন, চিকন মলি বাঁশের মাথায় রশি দিয়ে কাচি বেঁধে পোস্টারগুলো কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান ঢাকা মেইলকে বলেন, বিষয়টি শুনিনি। এই মাত্র আপনার কাছ থেকে জেনেছি। খোঁজখবর নিয়ে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লা সিটি নির্বাচন: সাক্কুর পোস্টার ছেঁড়া ও মাইক ভাংচুরের অভিযোগ

তারিখ : ০২:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মাইক ভাংচুর ও তার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মে) রাতে নগরীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার বলেন, নগরীর চকবাজার, কাশারীপট্টি, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি এবং রাজগঞ্জ পর্যন্ত সাবেক মেয়র সাক্কুর টেবিল ঘড়ি প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, আমরা কর্মী দিয়ে নগরীর চকবাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত পোস্টার দড়ি দিয়ে নির্বাচন কমিশনের বিধি মেনে টানাই। কে বা কারা ভোরে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এছাড়া সিসি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী কবির মজুমদার।

প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ বলেন, চিকন মলি বাঁশের মাথায় রশি দিয়ে কাচি বেঁধে পোস্টারগুলো কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান ঢাকা মেইলকে বলেন, বিষয়টি শুনিনি। এই মাত্র আপনার কাছ থেকে জেনেছি। খোঁজখবর নিয়ে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।