নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের উন্নততর চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে একটি হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা মেশিন প্রদান করেছেন আমেরিকান প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার।
বুধবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের নিকট মেশিনটি হস্তান্তর করা হয়। হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. আনিসুর রহমান মিঠু।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য জালাল উদ্দিন আহমেদ, কুমিল্লা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রেজবি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেবব্রত চক্রবর্তী দ্বীপ, কামরুল হাসান ও সাজেদুল হক প্রমুখ।