প্রেস বিজ্ঞপ্তি।।
গণসংহতি আন্দোলন লাকসাম উপজেলার আহ্বায়ক জহির রায়হান সাগরের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও কুমিল্লা জেলার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমন।
বৃহস্পতিবার (২৬ মে) কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় গণসংহতি আন্দোলন ও ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান চালক সংগ্রাম পরিষদের সমাবেশে হামলা চালায়, মাইক কেড়ে নেয় স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ বাহিনী। হামলায় গণসংহতি আন্দোলন ও রিক্সা-ভ্যান চালক সংগ্রাম পরিষদের অন্তত ১০ জন আহত হয়। সেখান থেকে গণসংহতি আন্দোলনের লাকসাম উপজেলা শাখার আহ্বায়ক জহির রায়হান সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, উচ্চ আদালত কর্তৃক ব্যাটারীচারিত অটোরিকশা-ভ্যান-ইজিবাইককে বৈধতা দেবার পর লাকসাম পৌরসভা ব্যাটারীচারিত অটোরিকশা-ভ্যান-ইজিবাইকের অতিরিক্ত নিবন্ধন ফি ৫ হাজার ও ৮ হাজার টাকা নির্ধারণ করে। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে রিক্সার বিরুদ্ধে অভিযানে নামে। তারই প্রতিবাদে গণসংহতি আন্দোলন ও ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান চালক সংগ্রাম পরিষদ সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল।
এক যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও কুমিল্লা জেলার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমন লাকসামে গণসংহতি আন্দোলন ও ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান চালক সংগ্রাম পরিষদের সমাবেশে হামলার নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তাঁরা ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান চালক সংগ্রাম পরিষদের ৮ দফা দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন এবং সমাবেশ স্থল থেকে আটক গণসংহতি আন্দোলনের লাকসাম উপজেলা শাখার আহ্বায়ক ও জাতীয় পরিষদ সদস্য জহির রায়হান সাগরের অবিলম্বে মুক্তি দাবি করেন।