ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৭ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাহশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
মামলা দায়েরের তিন বছর চার মাস পর দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হলো। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে হামলা চালিয়ে ১৯ বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা।