কুমিল্লার দেবিদ্বারে করোনায় আক্রান্ত হয়ে মৃত জীবন সাহা (৫৫) চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ঘুরেছেন। পরে পথে সিএনজি অটোরিকশায় তার মৃত্যু হয়। তার চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
শনিবার ওই ব্যবসায়ীর করোনার পজেটিভ ফলাফল আসার পরই তার বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে স্বাস্থ্য বিভাগ তার শুক্রবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। মৃত ওই ব্যবসায়ী নবীয়াবাদ এলাকার মৃত মনমোহন সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি সুতার ফ্যাক্টরি থেকে বিভিন্ন কোম্পানিতে সুতা সরবরাহের ব্যবসা করতেন।
জীবন সাহার স্ত্রীর বড় ভাই তপন সাহা জানান, গত মার্চের মাঝামাঝি জীবন সাহা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। এপ্রিলের শুরুতে তিনি ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাকালে অবস্থার পরিবর্তন না হওয়ায় গত বৃস্পতিবার সকালে তাকে পরিবারের লোকজন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার দেহে করোনার লক্ষণ থাকায় কর্তব্যরত চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন। জীবন সাহা বাড়ি ফিরে এলে রাতে তার শারিরীক অবস্থার অবনতি লক্ষ্য করে তার স্ত্রী একটি প্রাইভেট এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রোগীকে ভর্তি না করে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলা হয়। রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করাতে ব্যর্থ হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পজেটিভ রোগী ছাড়া ভর্তি করান না বলে জানালে রাতেই তাকে নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় মেয়ের বাসায় নিয়ে যেতে চাইলে নারায়ণগঞ্জে লকডাউন থাকায় তাদের বহনকারী এ্যাম্বুলেন্স তাদেরকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেয়। পরে তারা সিএনজি অটোরিকশা যোগে নারায়ণগঞ্জে যাবার পথে ঝালকুরি এলাকায় সকাল ৬ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মজিবুর রহমান জানান, সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত পৌনে ১২টার দিকে ওই রোগী একজন মহিলার সাথে জরুরী বিভাগে আসেন, কিন্তু রোগীকে ভর্তির ব্যবস্থা নেয়া হলেও ওয়ার্ডে না গিয়ে তারা ঢাকায় চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমেদ কবীর জানান, গত বৃস্পতিবার জীবন সাহার করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। তিনি শুক্রবার মারা যান। ওই দিন নারায়ণগঞ্জে সৎকার করা হয়। শনিবার তার নমুনা রিপোর্ট হাতে পাই।
এ বিষয়ে ইউএনও রাকিব হাসান বলেন, জীবন সাহার গ্রামের বাড়ি দেবিদ্বারের নবীয়াবাদের ৫টি পরিবারের ৮টি ঘর, তার সংস্পর্শে আসার সন্দেহে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে একটি বাড়ি এবং তার শ্বশুর বাড়ির ১টি ঘর লকডাউন করা হয়েছে।