ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যার চেষ্টা

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তরা মো. শাকিল নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে নবাবপুর ইউনিয়নের মধ্যম সুলতানপুর সদর নয়েবের হাট ব্রীজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শাকিল নবাবপুর ইউনিয়ন নজিরপুর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।

একাধিক সূত্রে জানা যায়, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন মহিমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহম্মেদ জানান, এটা তাদের আভ্যন্তরীন ঘটনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলেছে। মামলায় যদি এই তিনজনে আসামি করা হয় তাহলে তাদের গ্রেফতার দেখানো হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
error: ধন্যবাদ!