জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা লালমাই সরকারি কলেজ শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সাথে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বাস শ্রমিকরা।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণের লালমাই সরকারি কলেজ শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে ১৪ জুন মঙ্গলবার দোয়েল সুপার বাস শ্রমিকদের বাকবিতন্ডা হয়। বিষয়টি ওইদিন দুই পক্ষের লোকজনের উপস্থিততে মিমাংশাও হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে কলেজ শিক্ষার্থীরা প্রথমে লালমাই বাজার এবং পরবর্তীতে পদুয়ার বাজার বিশ্বরোড ছন্দু হোটেলের সামনে ২টি বলাকা ও ১ টি দোয়েল সুপার ভাংচুর করার অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পরে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বিষয়টি সঠিকভাবে মিমাংসা করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন শ্রমিকদের উপর হামলার নিন্দা জানান। বাস শ্রমিকরা লালমাই সরকারি কলেজ অন্তত ২০ জন সাধারণ শিক্ষার্থীকে মারধর করে এবং কয়েক জনকে পিটিয়ে মারাত্মক আহত করেছে বলে জানায় লালমাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ গাজী।

এ ব্যাপারে লালমাই কলেজ ছাত্রলীগের আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিন হোসেন জানান, তুচ্ছ ভাড়ার জের ধরে বাস শ্রমিক কর্তৃক লালমাই  সরকারি কলেজ শিক্ষার্থী নিলয়,তানভীর, কাইয়ুম,মাহফুজ, রুপা,সানজিদাসহ অন্তত ১৫/২০ জন সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাবেক সভাপতি মোহাম্মদ আলী জানান, গাড়ি ভাংচুর ও শ্রমিকদের উপর হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। প্রশাসন দায়িত্ব নেয়ায় অবরোধ তুলে নেয়া হয়। বিষয়টির সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, বিষয়টির মিমাংসা করতে শুক্রবার দুই পক্ষকে ডাকা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!