জাবেদ মাহমুদ জনির নরম গালের তিল গানটি রিলিজ

খান মোহাম্মদ রুবেল হোসেন :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার সকলের প্রিয়মুখ গীতিকার জাবেদ মাহমুদ জনির শিরোনামে নরম গালের তিল

গানের কথাঃ জাবেদ মাহমুদ (জনি)
সুর,সঙ্গীত ও কন্ঠঃ আহমেদ সজীব
চ্যানেলঃ আহমেদ সজীব অফিশিয়াল

আজ বিকেল ৩ টায় রিলিজ হয়েছে গানটি লিরিকাল ভিডিও আকারে ।

গানটি নিয়ে কন্ঠশিল্পী এবং গীতিকার খুব আশাবাদী। এর আগে এ চলতি মাসে ওনার লেখা “জানালার গ্রিল ধরে একটি ছেলে” ও এ রমজানের প্রথম সপ্তাহে “তুমি হে মহান” শিরোনামের একটা ইসলামিক সঙ্গীত রিলিজ হয় “টি,জে” মিউজিক স্টেশন এর ব্যানার থেকে। ইসলামিক সঙ্গীত টিতে গীতিকার আর কন্ঠশিল্পী এ,এইচ,তূর্য দুজন মিলেই সুর করেন।সঙ্গীতে ছিলো কন্ঠশিল্পী নিজেই।

এ ঈদে ওনার লেখা ৫ টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য রয়েছে “আমিতো ভালা না খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী “কামরুজ্জামান রাব্বী” ফোক ও দরদী গানের কন্ঠশিল্পী এস,রুহুল এবং ধ্রুব মিউজিক স্টেশন এর জনপ্রিয় “কন্যারে” গান খ্যাত কন্ঠশিল্পী “শান শাইক”। গান নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে ওনার। তার সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এবং লালমাই উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!