জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০৫পিছ ফেন্সিডিল সহ আটক জয়নাল

নিজস্ব প্রতিবেদক ;
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ ফিরোজ এর নেতৃত্বে এসআই কিবরিয়া এএসআই বিষ্ণু ও কনস্টেবল বাদল সহ সঙ্গীয় ফোর্স এর বিশেষ অভিযানে কুমিল্লা নগরীর চানপুর থেকে ১০৫ বোতল ফেন্সিডিল সহ ধর্মপুর এলাকার মাদক কারবারি জয়নালকে গ্রেফতার করে।

এ বিষয়ে ইন্সপেক্টর ফিরোজ বলেন, ভারত সীমান্ত থেকে মাদকের একটি চালান আসছে বলে গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে চানপুর ব্রিজ এলাকায় অবস্থান নেয় ডিবি। এসময় ব্যাগ হাতে একজনের চলাচল সন্দেহজনক হওয়ায় তার ব্যাগ তল্লাশী করে ১০৫ বোতল ফেন্সিডিল পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

মদক সহ গ্রেপ্তারকৃত ব্যাক্তি আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃতঃ ইদ্রিস মিয়ার ছেলে জয়নাল (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি জয়নাল জানায় সীমান্ত থেকে মাদক বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো।

তার বিরুদ্ধে পূর্বেও মাদকের একাধিক মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!