ঝালকাঠী প্রতিনিধি :
ঝালকাঠীতে এশিয়ান টেলিভিশনের ১০ বছরে পদার্পন উপলক্ষ্যে গতকাল ঝালকাঠী প্রেস ক্লাবের হল রুমে অদ্য সন্ধ্যা ৬ টায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় । এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মানিক আর্চায্যে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী মেজিষ্ট্রেট মো. বশির গাজী, ঝালকাঠী পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহামুদ।
এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন । এসময় অতিথিরা তাদের বক্তব্যে এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করেন।