০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় কনস্টেবল নিহত

  • তারিখ : ০৪:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / 746

অনলাইন ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যানচাপায় মোতাহের বিল্লাহ লিপন নামে এক হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুল ইসলাম নামে আরেক কনস্টেবল আহত হয়েছেন।

ফেনী মডেল থানার রামপুরা এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপনের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কোমারডগা গ্রামে। ২০১৬ সালে তিনি পুলিশে যোগ দেন। তথ্য নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আবদুস সামাদ।

নিহতের চাচা আবুল কালামের বরাতে ওসি জানান, রাতে ওই এলাকায় দায়িত্ব পালন করছিল লিপন। ৩টার দিকে একটি কাভার্ড ভ্যান পুলিশের টহলভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় লিপন টহলভ্যান থেকে ছিটকে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আবুল কালাম বলেন, ‘আমরা ভোরে লিপনের মৃত্যুর খবর পেয়েছি। এখন থানায় অপেক্ষা করছি মরদেহ বাড়ি নিয়ে যেতে৷’

ওসি আবদুস সামাদ বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ থানায় রাখা আছে। দুর্ঘটনার পরপরই ক্যাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। এ সময় ভ্যান থেকে এক কিশোরকে আমরা হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

নিউজ বাংলা

শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় কনস্টেবল নিহত

তারিখ : ০৪:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

অনলাইন ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যানচাপায় মোতাহের বিল্লাহ লিপন নামে এক হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুল ইসলাম নামে আরেক কনস্টেবল আহত হয়েছেন।

ফেনী মডেল থানার রামপুরা এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপনের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কোমারডগা গ্রামে। ২০১৬ সালে তিনি পুলিশে যোগ দেন। তথ্য নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আবদুস সামাদ।

নিহতের চাচা আবুল কালামের বরাতে ওসি জানান, রাতে ওই এলাকায় দায়িত্ব পালন করছিল লিপন। ৩টার দিকে একটি কাভার্ড ভ্যান পুলিশের টহলভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় লিপন টহলভ্যান থেকে ছিটকে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আবুল কালাম বলেন, ‘আমরা ভোরে লিপনের মৃত্যুর খবর পেয়েছি। এখন থানায় অপেক্ষা করছি মরদেহ বাড়ি নিয়ে যেতে৷’

ওসি আবদুস সামাদ বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ থানায় রাখা আছে। দুর্ঘটনার পরপরই ক্যাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। এ সময় ভ্যান থেকে এক কিশোরকে আমরা হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

নিউজ বাংলা