ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক :

দিনভর যানজটের পর হাইওয়ের পুলিশের তৎপরতায় অবশেষে স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। শুক্রবার (৪ মার্চ) ভোর থেকে কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে ১০ কিলোমিটারের অধিক যানজট ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে গন্তব্যে না গিয়ে ফিরে আসে।

মোহাম্মদ রিফাতউল্লাহ নামে এক যাত্রী বলেন, প্রায় আট ঘণ্টা পর ঢাকা থেকে কুমিল্লা এসেছি। বর্তমানে যানজট কমেছে। সড়কের দুই পাশে অসংখ্য মানুষকে হাঁটতে দেখেছি।

বাদশা নাম আরেক যাত্রী বলেন, আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় এই যানজটে ছিলাম। পরে প্রায় আট ঘণ্টা ভোগান্তির পর গন্তব্যে পৌঁছতে পেরেছি।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, যান চলাচল দুপুরে কিছুটা স্বাভাবিক ছিল। তবে বিকেল ৪টার পর সম্পূর্ণ স্বাভাবিক হয়। আমাদের হাইওয়ে পুলিশের পুরো টিম দিনভর রাস্তায় ছিল। বিভিন্ন পয়েন্টে চারটি দুর্ঘটনা ও সড়কে সংস্কার কাজ চলমান থাকায় এই যানজট সৃষ্টি হয়। কুমিল্লা অংশের ক্যান্টনমেন্ট এলাকা থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পর্যন্ত এই যানজট ছিল।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!