০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে

  • তারিখ : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / 262

নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন বিএনপির মহাসচিবসহ নেতারা জেলে। দলের কেন্দ্রীয় কার্যালয় তালা দেওয়া। এ অবস্থায় রেখে তফসিল ঘোষণা করা সাংঘর্ষিক আচরণ।

তফসিল ঘোষণা হলে পরিস্থিতি আরও জটিল হবে উল্লেখ করে তিনি বলেন, তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। আমি মনে করি, নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা দেশের জন্য শুভকর নয়।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দাবি হলো গণতন্ত্র বাঁচান, মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন। এটাই দলের পক্ষ থেকে দাবি।

সংলাপের বিষয়ে তিনি বলেন, ডায়ালগ নিয়ে বলা হচ্ছে। চিঠি দিয়েছে আমেরিকান অ্যাম্বাসি। সে বিষয়ে বলতে চাই- কার সঙ্গে ডায়ালগ হবে, আওয়ামী লীগের সঙ্গে?

মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৪ সালে ডায়ালগ হয়েছিল। তারা কী করেছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। ২০১৮ সালেও ডায়ালগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল, প্রধানমন্ত্রী নিজেও আশ্বাস দিয়েছিলেন যে, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে। কিন্তু হয়নি। তারপরে রাতে ভোট হয়েছে। আওয়ামী লীগ জনগণে বিশ্বাস করে না। অতীতের ইতিহাস অনুযায়ী তাদের সঙ্গে আলোচনা করলেও আমি মনে করি এটা বৃথা যাবে। কোনো লাভ হবে না।

সংলাপ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বিশ্বাস ভঙ্গ করেছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে ছাড়া সংলাপের আলাপ হলে, তখন ভেবে দেখবে বিএনপি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি বিবেকবান কোনো দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না।

শেয়ার করুন

তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে

তারিখ : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন বিএনপির মহাসচিবসহ নেতারা জেলে। দলের কেন্দ্রীয় কার্যালয় তালা দেওয়া। এ অবস্থায় রেখে তফসিল ঘোষণা করা সাংঘর্ষিক আচরণ।

তফসিল ঘোষণা হলে পরিস্থিতি আরও জটিল হবে উল্লেখ করে তিনি বলেন, তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। আমি মনে করি, নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা দেশের জন্য শুভকর নয়।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দাবি হলো গণতন্ত্র বাঁচান, মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন। এটাই দলের পক্ষ থেকে দাবি।

সংলাপের বিষয়ে তিনি বলেন, ডায়ালগ নিয়ে বলা হচ্ছে। চিঠি দিয়েছে আমেরিকান অ্যাম্বাসি। সে বিষয়ে বলতে চাই- কার সঙ্গে ডায়ালগ হবে, আওয়ামী লীগের সঙ্গে?

মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৪ সালে ডায়ালগ হয়েছিল। তারা কী করেছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। ২০১৮ সালেও ডায়ালগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল, প্রধানমন্ত্রী নিজেও আশ্বাস দিয়েছিলেন যে, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে। কিন্তু হয়নি। তারপরে রাতে ভোট হয়েছে। আওয়ামী লীগ জনগণে বিশ্বাস করে না। অতীতের ইতিহাস অনুযায়ী তাদের সঙ্গে আলোচনা করলেও আমি মনে করি এটা বৃথা যাবে। কোনো লাভ হবে না।

সংলাপ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বিশ্বাস ভঙ্গ করেছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে ছাড়া সংলাপের আলাপ হলে, তখন ভেবে দেখবে বিএনপি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি বিবেকবান কোনো দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না।