দাউদকান্দিতে সড়কে ঝরল মেডিকেল ছাত্রী ও মুক্তিযোদ্ধার প্রাণ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রী ও মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রবিবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর সরকারি কলেজের পশ্চিম পাশে রাস্তা পারের সময় অজ্ঞাত একটি পিকআপভ্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূইয়াকে (৬৮) চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্পপেন্নাই গ্রামের বাসিন্দা।

এদিকে ভোরে একই সড়কের বারপাড়ায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সাভার এনাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী রেজিয়া সুলতানা (২২) নিহত হন। এ দুর্ঘটনায় আরও পাচঁজন আহত হয়েছেন।

ওই দুর্ঘটনায় আহত একই কলেজের শিক্ষার্থী বুশরা আক্তার জানান, ১২ জন শিক্ষার্থী গ্রীন বেল্ড ট্রাভেল্স এন্ড ট্যুর এর মাধ্যমে তিন দিনের জন্য ঘুরতে খাগড়াছড়ির সাজেক যান। ফেরার পথে রবিবার ভোরে তাদের বহন করা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে গেলে রেজিয়া সুলতানা রুশনি মারা যান।

দেশ রূপান্তর

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!