দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু ঘটেছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এই নিয়ে সংক্রামক এই ভাইরাসটির কারণে মারা গেছেন ২ জন। আর আক্রান্ত হয়েছেন ২৪ জন। শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, দেশে মোট ১৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছেন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৫০ জন।

তিনি জানান, শেখ রাসেল গ্যাস্টো হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটকে করোনার চিকিৎসায় প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনে কোয়ারেন্টাইনে কাজে লাগানো হবে।

মন্ত্রী জানান, আরো ৭টি মেশিন এসেছে। মোট ৮টি স্থানে এখন পরীক্ষার ব্যবস্থা করা হবে। নতুন ৪০০টি আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। কয়েক লাখ মাস্ক আনা হচ্ছে। চীন থেকে ডাক্তার, নার্সসহ কিছু বিশেষজ্ঞ আনার পরিকল্পনা আচ্ছে।

এসময়, বিয়েশাদিসহ ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার আহবান জানান মন্ত্রী।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!