নিজস্ব প্রতিবেদক।।
যেখানে নৌকা সেখানে ভোট, শেখ হাসিনার জয় হোক” এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী করার লক্ষ্যে অর্থমন্ত্রীর ছোট ভাই, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ারের নেতৃত্ব উপজেলা আওয়ামী
লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা রবিবার বিকাল নগরীর ২২নং ওয়ার্ডের মিস্ত্রিপুকুর পাড়, উত্তর রামপুর সহ বিভিন্ন এলাকায় দোকান ও বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালায়।
নৌকা প্রতীকে ভোট দিলে যে দেশের উন্নয়ন হয়, এ বিষয়টি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দৃষ্টান্ত সহকারে উপস্থাপন করেন গোলাম সারওয়ার।
নৌকা প্রতীকের প্রচার প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে।
২২নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন মজুমদার প্রচারণা করতে আসা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বাগত জানিয়ে একযোগে প্রচারণা চালান।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী,বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোস্তফা, কামাল আর্মি,শাহাদাত হোসেন,২২নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ জুয়েল মজুমদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিন হোসেনসহ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।