নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ খলিলুর রহমান মজুমদার মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (১৫ মে) কুমিল্লা রির্টানিং অফিসারের কার্যালয়ের সহকারী রিটার্ণিং অফিসারের নিকট এ মনোনয়পত্র দাখিল করেন।
এ সময় সমাজ সেবক মোঃ আমিনুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ মিজানুর রহমান, আবদুল মালেক, আবুল কাশেম, আবুল কালাম মিন্টু, খলিলুর রহমান, আবদুল্লাহ, রবিন মজুমদার, মাসুম মজুমদার, কাউসার মজুমদার ও মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এ সময় কাউন্সিলর প্রার্থী মোঃ খলিলুর রহমান মজুমদার কুমিল্লা এসডি নিউজ 24 কে বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন প্রথম মেয়াদে জনগণের ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। নগরীর ২৫নং ওয়ার্ড থেকে এলাবাসীর দাবির প্রেক্ষিতে এ বছরও আমি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছি। আশা করছি আমার ওয়ার্ডের জনগণ আগামী ১৫ জুনের নির্বাচনে বিপুল ভোটে আবারো আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। ২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।