নবীনগরে ৫ শতাধিক কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ব্যারিস্টার জাকির আহাম্মদ

স্টাফ রিপোর্টার :

করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।
সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকায় লকডাউনে থাকা ব্যারিস্টার জাকির আহাম্মদ সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে তাঁর নিজস্ব লোকজনের মাধ্যমে ১৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীন ও অসহায় পরিবারের বাড়ী-বাড়ী এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি পেয়াজ ও ১ টি হাত ধূয়ার সাবান। গত দুই সপ্তাহ আগেও ব্যারিস্টার জাকির আহাম্মদ তাঁর পরিবারের পক্ষ থেকে ২৫০ টি অসহায়-কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। ঢাকা থেকে টেলিফোনে ব্যারিস্টার জাকির আহাম্মদ সরকারি নির্দেশ মোতাবেক সকলকে লকডাউন মেনে নিজ ঘরে নিরাপদে থাকার আহবান জানান এবং নবীনগর এলাকার কর্মহীন পরিবার সমূহে তাঁর সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন: অধ্যাপক মাহাবুবুল আলম, প্রধান শিক্ষক মো:শাহজাহান কবির, ইমন মাস্টার,বোরহান মাস্টার,আলি আকবর মাস্টার, মুর্শেদ আলম, ফিরুজ মেম্বার, আবু নছর মেম্বার, খন্দকার আবুল হাসান, শাহরিয়ার আনিস,বাছির সরকার,সোহেল তানভির,কাউসার আলম,আ: ছালাম,জে এস জিবন,রেজাউল করিম,জুয়েল রানা,আজমেরি নিরব ও রেদওয়ান আনসারি অলি প্রমূখ। উল্লেখ্য যে, ঈদের সময় ঈদব¯্র, শীতকালে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন দূর্যোগকালে ব্যারিস্টার জাকির আহাম্মদ এলাকায় সাহায্য- সহযোগিতা করে থাকেন নিয়মিত। তাছাড়া এলাকার শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা অতুলনীয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!