০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

নারী দিবসে লাকসামে গরীব-কন্যার বিয়ের আয়োজনে যুবলীগ

  • তারিখ : ১০:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / 592

মোজাম্মেল হক আলম,

আন্তর্জাতিক নারী দিবসে কুমিল্লার লাকসামে জনৈক গরীব পিতার কন্যার বিয়ের আয়োজন করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। নিজেদের সম্মিলিত অর্থায়নে সোমবার (৮ মার্চ) ওই কন্যার বিয়ের আয়োজন করে পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন। এর আগে রবিবার রাতে ওই কন্যার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতাকর্মীদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ।
জানা যায়, লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর লাকসাম কালী বাড়ির ষাটোর্ধ্ব বাসিন্দা হারাধন দাস দাম্পত্য জীবনে একমাত্র কন্যার জনক। নিজের ভিটে-মাটি না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে তিনি একটি ভাড়া ঘরে বাস করেন। অভাব-অনটনের সংসারে অন্যের অনুগ্রহেই তার জীবিকা মিলে। দীর্ঘ দিন ধরে আর্থিক সংকটের কারণে একমাত্র কন্যার বিয়ের আয়োজন করতে অপারগ ছিলেন তিনি। এ বিষয়ে সম্প্রতি জেলেপাড়া যুবলীগের নেতাকর্মীদের সাথে ওয়ার্ড যুবলীগ সভাপতির আলোচনা হলে তিনি সম্মিলিত অর্থায়নে হারাধন কন্যার বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেন। পরে কুমিল্লার কোম্পানীগঞ্জ এলাকার এক মধ্যবিত্ত পরিবারে ওই কন্যার বিয়ের কথাবার্তা চূড়ান্ত করে ৮ মার্চ সোমবার বিয়ের দিনধার্য্য করা হয়। বিয়ের আয়োজনে সম্মিলিত অর্থায়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। এতে যুবলীগের সাথে স্থানীয় বিত্তবানরাও অংশ নেন।
মহৎ উদ্যোগ বাস্তবায়ন করায় ওয়ার্ড যুবলীগ সভাপতি ও স্থানীয় বিত্তবানদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ওয়ার্ড ছাত্রলীগ নেতা অপু দাশ অনিক বলেন, ‘আমরা সবসময় নিজের মধ্যে মানবতার কল্যাণে কাজ করার মত মানসিকতা লালন করলে সমাজের সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারবে।’
ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহীন বলেন, ‘নিজেদের সম্মিলিত অর্থায়নে একজন দরিদ্র পিতার কন্যার বিয়ের আয়োজন সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শেয়ার করুন

নারী দিবসে লাকসামে গরীব-কন্যার বিয়ের আয়োজনে যুবলীগ

তারিখ : ১০:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১

মোজাম্মেল হক আলম,

আন্তর্জাতিক নারী দিবসে কুমিল্লার লাকসামে জনৈক গরীব পিতার কন্যার বিয়ের আয়োজন করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। নিজেদের সম্মিলিত অর্থায়নে সোমবার (৮ মার্চ) ওই কন্যার বিয়ের আয়োজন করে পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন। এর আগে রবিবার রাতে ওই কন্যার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতাকর্মীদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ।
জানা যায়, লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর লাকসাম কালী বাড়ির ষাটোর্ধ্ব বাসিন্দা হারাধন দাস দাম্পত্য জীবনে একমাত্র কন্যার জনক। নিজের ভিটে-মাটি না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে তিনি একটি ভাড়া ঘরে বাস করেন। অভাব-অনটনের সংসারে অন্যের অনুগ্রহেই তার জীবিকা মিলে। দীর্ঘ দিন ধরে আর্থিক সংকটের কারণে একমাত্র কন্যার বিয়ের আয়োজন করতে অপারগ ছিলেন তিনি। এ বিষয়ে সম্প্রতি জেলেপাড়া যুবলীগের নেতাকর্মীদের সাথে ওয়ার্ড যুবলীগ সভাপতির আলোচনা হলে তিনি সম্মিলিত অর্থায়নে হারাধন কন্যার বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেন। পরে কুমিল্লার কোম্পানীগঞ্জ এলাকার এক মধ্যবিত্ত পরিবারে ওই কন্যার বিয়ের কথাবার্তা চূড়ান্ত করে ৮ মার্চ সোমবার বিয়ের দিনধার্য্য করা হয়। বিয়ের আয়োজনে সম্মিলিত অর্থায়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। এতে যুবলীগের সাথে স্থানীয় বিত্তবানরাও অংশ নেন।
মহৎ উদ্যোগ বাস্তবায়ন করায় ওয়ার্ড যুবলীগ সভাপতি ও স্থানীয় বিত্তবানদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ওয়ার্ড ছাত্রলীগ নেতা অপু দাশ অনিক বলেন, ‘আমরা সবসময় নিজের মধ্যে মানবতার কল্যাণে কাজ করার মত মানসিকতা লালন করলে সমাজের সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারবে।’
ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহীন বলেন, ‘নিজেদের সম্মিলিত অর্থায়নে একজন দরিদ্র পিতার কন্যার বিয়ের আয়োজন সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’