নিজ বাড়িতে কোরবানি দিলে জরিমানা করা হবে

অনলাইন ডেস্ক :

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে বলে দাবি করেছেন দুই মেয়র। তাদের দাবি, সময়ের মধ্যেই পরিষ্কার হয়েছে আবর্জনা। জানান, আগামী ঈদে নিজ বাড়িতে কোরবানি দিলে জরিমানা করা হবে। এ জন্য প্রয়োজনে আইন পরিবর্তনের কথাও জানান উত্তর সিটির মেয়র।

কোরবানির আবর্জনা পরিষ্কারে বেশ জোরেশোরে মাঠে নেমেছিলো দুই সিটি কর্পোরেশন। কথা ছিলো কোরবানি শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পরিষ্কার হবে তিলোত্তমা ঢাকা।

দুই সিটি মিলিয়ে বর্জ্য অপসারণে মাঠে নামে প্রায় ২১ হাজার কর্মী। যোগ করা হয়, প্রায় ১৫শ’র বেশি নানা ধরনের যান্ত্রিক যন্ত্রাংশ। তারপরও বিভিন্ন ওয়ার্ডে পড়ে ছিলো বর্জ্য।

সংবাদ সম্মেলনে নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র।

আগামীতে বাড়ির সামনে পশু কোরবানি দিলে জরিমানা গুনতে হবে এমন হুশিয়ারি উচ্চারণ করে উত্তরের মেয়র জানান, প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে।

সম্মিলিত চেষ্টায় সুস্থ ও সুন্দর ঢাকা গড়তে সবার সহযোগিতা চান দুই মেয়র।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
error: ধন্যবাদ!