বাজারে কোন পণ্যের ঘাটতি নেই; পর্যাপ্ত পরিমাণের পণ্য মজুদ আছে; তাই অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দুপুরে সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ও করোনা পরিস্থিতিতে দাম বৃদ্ধির প্রেক্ষিতে ব্রিফিংয়ে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, গত দুই দিনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনেকে বাজারে হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু বাজারে সব পণ্যের আমদানি ২৫ থেকে ৩০ শতাংশ বেশি রয়েছে বলে জানান তিনি।ৱ
এসময় তিনি আরও বলেন, খুচরা বাজারে অনেকে দাম বেশি নিচ্ছে তাই বাজারে ভোক্তা অভিকার অভিযানে নামার নির্দেশ দেয়া হয়েছে। অযথা আতঙ্কিত হয়ে পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।