পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে সরকারি বিধি মোতাবেক মোঃ জামির হোসেনের প্রস্তাবনায় এবং সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সমর্থনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান হাজী মোহাম্মদ মনিরুজ্জামাকে সভাপতি হিসেবে ঘোষনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, স্কুল পরিচালনায় গত ২৮ মার্চ সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ও ২ জন শিক্ষক প্রতিনিধি বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সাধারণ অভিভাবক সদস্য ইব্রাহিম, মোঃ জামির হোসেন, শাহ আলম মিয়া, মোঃ হানিফ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন এবং শিক্ষক প্রতিনিধি অলিউর রহমান ও মোঃ সফিকুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমি আন্তরিকভাবে চির কৃতজ্ঞতা জানাই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আধুনিক মুরাদনগরের রূপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়কে, যিনি আমাকে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। এমপি স্যারের নির্দেশনা ও সার্বিক সহযোগীতায় আমি যেন উক্ত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অবস্থার উন্নয়ন করতে পারি সেজন্য এলাকাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!