পুলিশের বেতনের টাকায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ

নড়াইলে পুলিশের বেতনের টাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে মাথাপ্রতি দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে লোহাগড়া থানা পুলিশের আয়োজনে নড়াইলের পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পিপিএম(বার) এ চাল বিতরণ করেন।লোহাগড়া থানার এস, আই মিল্টন কুমার দেবদাস জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রশাসন সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। সরকারি নির্দেশ মানতে গিয়ে এলাকার দরিদ্র মানুষজন কিছুটা আর্থিক সংকটে পড়ে যায়। তাই তাদের প্রতি মানবিক বিষয়টি বিবেচনা করে লোহাগড়া থানা পুলিশের নিজেদের বেতনের টাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা একশ পরিবারকে দশকেজি করে চাল প্রদান করে।

পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পিপিএম(বার) চাল বিতরণকালে বলেন, করোনা প্রতিরোধে সকলকে বেশি বেশি সচেতন হতে হবে। নিজের বাড়িসহ চারপাশের সকলকে সচেতন করতে হবে। পরিস্কার, পরিচ্ছন্নতা, নিরাপত্তা বজায় রেখে চলতে হবে। সরকারি নিয়ম মেনে চললে দেশের মানুষ করোনার ভয়াবহ থাবা থেকে মুক্তি পাবে। পুলিশ সব পরিস্থিতিতেই সাধারণ মানুষের পাশে থাকবে।

চাল বিতরণকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,ওসি(তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারী উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী ভ্যান চালক মোঃ ইমদাদুল মোল্যা বলেন, বিপদের দিনে পুলিশ আমাদের পাশে দাঁড়িয়েছে। চায়ের দোকানদার পাগলা বলেন, দেশের সব পুলিশ যদি দরিদ্রদের পাশে দাঁড়ায় তবে বিপদের দিনে স্বস্তিতে থাকতো দরিদ্ররা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!