কুমিল্লায় পুলিশের বেতনের টাকায় দুই হাজার পরিবারে পৌঁছে গেল খাদ্য সামগ্রী

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা জেলা পুলিশের বেতনের টাকায় জেলায় দুই হাজার পরিবারে পৌঁছে গেলো খাদ্য সামগ্রী। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ লাইনসের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম খাদ্য সামগ্রী বিতরণ কাজ উদ্বোধন করেন।
জানা যায়, করোনা ভাইরাসের প্রকোপের এই পরিস্থিতিতে জেলার ১৮ টি থানার দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষকে সহয়তার লক্ষ্য কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক গঠিত খাদ্য সংরক্ষন এবং প্রক্রিয়াজাত করণ কেন্দ্র হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দু’হাজার পরিবারের জন্য তৈরী করা প্রতি ব্যাগে ৫ কেজী চাল, ২কেজী আলু, ডাল-১ কেজী, পেয়াজ ১ কেজী, তেল ১ লিটার ও ১ পিস সাবান।
খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা পুলিশ করোনা সংক্রমনের প্রথম সময় থেকে সক্রিয় রয়েছে। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা, প্রবাস থেকে দেশে আসা ১৫ হাজারের বেশী প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরী, হোম কোয়ারেন্টাইনের বিষযটি নিশ্চিত করাসহ সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে রয়েছে। পাশাপাশি স্বেচ্ছা প্রনোদিত হয়ে জেলা পুলিশের সদস্যরা তাদের বেতনের টাকা থেকে আজ দু’হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এদিকে গ্রামে গ্রামে লকডাউনের বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মো: নুরুল ইসলাম বলেন, এ মুহূর্তে জরুরি কাজ ছাড়া গ্রামের বাইরে বের হওয়ার দরকার নাই। যারা বেড়া দিয়ে লকডাউন করছে বলা যায় ভালোই করছে। তবে সবার উচিৎ লকডাউনকৃত সময়ে জরুরী প্রয়োজনে যেন বাহন যেতে পারে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার বর্তমানে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দায়িত্বে থাকা মো: আব্দুল্লাহ্ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন,অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নাজমুল হানাস রাফিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!