০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধার অভিযোগে দুইজন গ্রেফতার

  • তারিখ : ১২:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / 278

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন, দক্ষিণ পইল গ্রামের লিচু মিয়া (৬৩) ও আব্দুল্লাহ মিয়া (৬০)।

পুলিশ জানায়, মুজিববর্ষ উপলক্ষে পইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি খেলার মাঠের একদিকে গৃহ ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে। সম্প্রতি এলাকার কিছু লোক এ কাজে বাধা দেয়। সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তারা লাটিসোটা নিয়ে হামলার চেষ্টা করে।

এ ঘটনায় গোপায়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম গত ২৯ জুলাই ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরদিন পুলিশ লিচু মিয়া ও আব্দুল্লাহ মিয়াকে গ্রেফতার করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধার অভিযোগে দুইজন গ্রেফতার

তারিখ : ১২:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন, দক্ষিণ পইল গ্রামের লিচু মিয়া (৬৩) ও আব্দুল্লাহ মিয়া (৬০)।

পুলিশ জানায়, মুজিববর্ষ উপলক্ষে পইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি খেলার মাঠের একদিকে গৃহ ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে। সম্প্রতি এলাকার কিছু লোক এ কাজে বাধা দেয়। সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তারা লাটিসোটা নিয়ে হামলার চেষ্টা করে।

এ ঘটনায় গোপায়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম গত ২৯ জুলাই ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরদিন পুলিশ লিচু মিয়া ও আব্দুল্লাহ মিয়াকে গ্রেফতার করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।