হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন, দক্ষিণ পইল গ্রামের লিচু মিয়া (৬৩) ও আব্দুল্লাহ মিয়া (৬০)।
পুলিশ জানায়, মুজিববর্ষ উপলক্ষে পইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি খেলার মাঠের একদিকে গৃহ ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে। সম্প্রতি এলাকার কিছু লোক এ কাজে বাধা দেয়। সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তারা লাটিসোটা নিয়ে হামলার চেষ্টা করে।
এ ঘটনায় গোপায়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম গত ২৯ জুলাই ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরদিন পুলিশ লিচু মিয়া ও আব্দুল্লাহ মিয়াকে গ্রেফতার করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।