১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

প্রেম কখন পেশা হয়ে গেছে বুঝতেই পারেননি শাহরুখ

  • তারিখ : ১১:০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 827

দেখতে দেখতে ২৮শে পা। লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে ‘মান্নাত’-এর বিলাসবহুল জীবন…মুখের কথা নয়! কোনো বাবা-দাদা ছিল না বলিউডে, থাকার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা, আবেগ আর মনের জোর। আর তাতেই ভর দিয়ে বলিউডে ২৮টা বছর দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ১৯৯২-এর ২৬ জুন মুক্তি পায় শাহরুখের ডেবিউ ছবি ‘দিওয়ানা’। ছিল না সিক্স প্যাক, নায়কসুলভ লুকস। এদিকে সেই ছবিতেই সহ-অভিনেতা ঋষি কাপুর, দিব্যা ভারতী।

চ্যালেঞ্জটা সাহস করে নিয়েই ফেললেন এসআরকে। এরপর একে একে ‘বাজিগর’, ‘ডর’। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড পেয়ে গেলো তার ‘বাদশাহ’-কে। সে সময় বলিউডের কাপুর, খানদের রমরমার বাজারে দিল্লির এক সাধারণ ছেলেকে কীভাবে যেন ভালোবেসে ফেলল আম দর্শক।

বাকিটা ইতিহাস। আজ তিনি ‘কিং খান’। তবু এই স্বজনপোষণ, ফেবারিটিজমের বাজারে শাহরুখ হাতড়াচ্ছেন স্মৃতির পাতা। টুইটারে তিনি লিখেছেন, ‘জানি না কীভাবে আমার প্রেম ধীরে ধীরে আমার প্রয়োজনে পরিণত হলো এবং সেখান থেকে হঠাৎ করেই পেশায় বদলে গেলো, বুঝতেই পারলাম না। ২৮টা বছর… স্টিল কাউন্টিং।’

সুশান্তের মৃত্যুর পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তার আঁচ এসে পৌঁছেছে শাহরুখের গায়েও। সুশান্তের সঙ্গে তার এক পুরনো ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তবু এ সবের মাঝেই শাহরুখের ‘ফিরে দেখা মুহূর্ত’ খানিক হলেও আবেগে ভাসিয়েছে ফ্যানদের। তারও কি আজ বড় বেশি মনে পড়ছে ‘ফৌজি’ দিনের কথা?

শেয়ার করুন

প্রেম কখন পেশা হয়ে গেছে বুঝতেই পারেননি শাহরুখ

তারিখ : ১১:০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

দেখতে দেখতে ২৮শে পা। লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে ‘মান্নাত’-এর বিলাসবহুল জীবন…মুখের কথা নয়! কোনো বাবা-দাদা ছিল না বলিউডে, থাকার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা, আবেগ আর মনের জোর। আর তাতেই ভর দিয়ে বলিউডে ২৮টা বছর দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ১৯৯২-এর ২৬ জুন মুক্তি পায় শাহরুখের ডেবিউ ছবি ‘দিওয়ানা’। ছিল না সিক্স প্যাক, নায়কসুলভ লুকস। এদিকে সেই ছবিতেই সহ-অভিনেতা ঋষি কাপুর, দিব্যা ভারতী।

চ্যালেঞ্জটা সাহস করে নিয়েই ফেললেন এসআরকে। এরপর একে একে ‘বাজিগর’, ‘ডর’। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড পেয়ে গেলো তার ‘বাদশাহ’-কে। সে সময় বলিউডের কাপুর, খানদের রমরমার বাজারে দিল্লির এক সাধারণ ছেলেকে কীভাবে যেন ভালোবেসে ফেলল আম দর্শক।

বাকিটা ইতিহাস। আজ তিনি ‘কিং খান’। তবু এই স্বজনপোষণ, ফেবারিটিজমের বাজারে শাহরুখ হাতড়াচ্ছেন স্মৃতির পাতা। টুইটারে তিনি লিখেছেন, ‘জানি না কীভাবে আমার প্রেম ধীরে ধীরে আমার প্রয়োজনে পরিণত হলো এবং সেখান থেকে হঠাৎ করেই পেশায় বদলে গেলো, বুঝতেই পারলাম না। ২৮টা বছর… স্টিল কাউন্টিং।’

সুশান্তের মৃত্যুর পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তার আঁচ এসে পৌঁছেছে শাহরুখের গায়েও। সুশান্তের সঙ্গে তার এক পুরনো ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তবু এ সবের মাঝেই শাহরুখের ‘ফিরে দেখা মুহূর্ত’ খানিক হলেও আবেগে ভাসিয়েছে ফ্যানদের। তারও কি আজ বড় বেশি মনে পড়ছে ‘ফৌজি’ দিনের কথা?