বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে লাকসাম উপজেলা প্রশাসনের মানবন্ধন ও র‌্যালি

লাকসাম প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানবন্ধন ও র‌্যালি করেছে লাকসাম উপজেলা প্রশাসন। শনিবার (১২ ডিসেম্বর) সকাল দশটায় ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ স্লোগান সম্বলিত পেস্টুন নিয়ে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর হকার্স মার্কেটের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুস ভূঁইয়া। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আলী, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী, মনোহর আলী তোতা, লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, পৌর কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, আজগরা ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, লাকসাম থানা প্রশাসন, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তরসহ সকল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!