বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুবি শিক্ষকদের মানববন্ধন

কুবি প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ।
সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকালও (রোববার) সদস্যবৃন্দ বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে অন্য আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা জানিয়ে আহ্বায়ক কমিটিও গঠন করেন।
সোমবারের মানববন্ধনে পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সঞ্চালনায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র মজুমদার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান উল্লাহ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করতে পারে তারা এদেশের না। যারা এধরনের কাজ করছে তারা মহা অন্যায় করছে। সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয় পৃথিবীর সম্পদ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!