শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিবিদ আফজাল খানের মৃত্যুতে এমপি বাহারের গভীর শোক
- তারিখ : ০৮:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / 545
স্টাফ রিপোর্টার :
কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এমপি বাহার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২.৩০ ঘটিকায় রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে আফজাল খান বার্ধ্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।