নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ঘনবসতি হওয়া সত্ত্বেও করোনা নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ শতাধিক নন রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার এই নতুন ধরন ওমিক্রন নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে। বর্তমানে সাড়ে ৪ কোটি করোনার টিকা হাতে রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বুষ্টার ডোজ দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রনে আক্রান্ত ৩ ক্রিকেটার ভালো আছে, তবে তাদের রাজধানীর মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে দু’জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। অন্যজন ডেল্টায় আক্রান্ত। আক্রান্তরা হাসপাতালে সুস্থ আছে, কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।