আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেছেন আকবপুর স্টার যুবকল্যাণ ট্রাস্ট।
শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের আমতলী বাজারে স্টার যুবকল্যাণ ট্রাস্ট ও গ্রামের কিছু বিত্তশালীদের অর্থায়নে বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৫২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, লবন, তেল, আলু ও পেয়াজ।
বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্টার যুবকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল্লাহ নজরুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন খাঁন, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা ফোরকান উদ্দিন মাষ্টার, স্থানীয় ব্যবসায়ী আঃ মোমেন, হোসেন আহম্মেদ সংকর মাষ্টার কেশব চক্রবর্তী, সুধীর চন্দ্র বনিক, পলাশ মিয়া, ইউনুছ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাছির উদ্দিন প্রমূখ।