বারপাড়া ইউনিয়নে তিন ওয়ার্ডে মহিলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার বিকালে লোলবাড়িয়া স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল এর সভাপতিত্বে ও বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম,

সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব মোসাঃ মোহছেনা আক্তার, বারপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী ফরিদা বেগম,সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিনসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন,বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী।

এ দেশের নারীদের পিছে ফেলে, কিছুতেই দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীদেরও সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সদর দক্ষিণে আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠন অনেক সুসংগঠিত ও শক্তিশালী। উপজেলা মহিলা আওয়ামী লীগও কুমিল্লার সকল উপজেলার মধ্যে শক্তিশালী একটি সংগঠন হিসেবে নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে পারবে বলে আমার বিশ্বাস।

সম্মেলনে বারপাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে। ৪নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা, সাধারণ সম্পাদক পারুল, সাংগঠনিক সম্পাদক জোছনা।

৫নং ওয়ার্ডে সভাপতি বিনা রানী দাশ , সাধারণ সম্পাদক মোসাঃ রহিমা বেগম,সাংগঠনিক সম্পাদক হোসনেয়ারা বেগম। ৬নং ওয়ার্ডে সভাপতি সাহিদা আক্তার ডলি,সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার,সাংগঠনিক সম্পাদক শাহানারা বেগম।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!