দিনাজপুরের হিলিতে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের মায়ের ছয় মাস এবং বরের এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের হরিকৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নুর এ আলম এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কনের মা উপজেলার হরিকৃষ্টপুর এলাকার রশিদুল ইসলামের স্ত্রী নাজনীন নাহার (৩২) এবং বর বিরামপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে নাহিদ (২২)।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুর এ আলম জানান, হরিকৃষ্টপুর গ্রামে এক কিশোরীর (১৪) বিয়ের আয়োজন চলছে খবর পেয়ে পুলিশসহ সেখানে অভিযান চালানো হয়। পরে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় কনের মায়ের ছয় মাস এবং বরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।