প্রেস বিজ্ঞপ্তি।।
আমি বাহরাইন প্রবাসী ওমর ফারুক। বর্তমানে ছুটিতে বাংলাদেশে আছি। আমার নামীয় বাহরাইনের একটি ড্রাইভিং লাইসেন্স যাহার নং- 890169756 এবং বাহরাইনের একটি সিপিআর কার্ড যাহার নং – 890169756, যাহা আমার মানিব্যাগে ছিল।
গত ১০/১২/২০২১ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩ঃ০০ ঘটিকার সময় আমি আমার উল্লেখিত কার্ড সমেত একটি মানিব্যাগ প্যান্টের পিছনের পকেটে নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড হইতে ইয়াছিন মার্কেট যাওয়ার পথে আমার নিকট থাকা বর্ণিত কার্ডগুলি সহ একটি মানিব্যাগ যে কোন স্থানে পড়িয়া হারিয়ে যায়।
পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া কোথাও আমার কার্ডগুলি পাই নাই। খোঁজাখুঁজি এখনও অব্যাহত রহিয়াছে।
যদি পেয়ে থাকেন এই যোগাযোগ করুন :01867-676427