০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ নিয়ে ভয়ে মালিক-শ্রমিকরাই পরিবহন বন্ধ করেছে : কাদের

  • তারিখ : ১০:০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 326

‘খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে ভয় পেয়ে মালিক-শ্রমিকরাই পরিবহন বন্ধ করেছেন, এ ব্যাপারে সরকার কোনো নির্দেশ দেয়নি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে বিএনপির ঢাকায় সমাবেশ। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ডিসেম্বর মাসে বিএনপির রাজপথ দখল করা এক রঙিন খোয়াব।

ওবায়দুল কাদের আরও বলেন, জঙ্গিবাদের যন্ত্রণা শেখ হাসিনাই সবচেয়ে ভালো বোঝেন। কাজেই বাংলাদেশকে তিনি জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক দেশ হিসেবেই গড়ে তুলছেন।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এখন সারা বিশ্বের অনুপ্রেরণা। করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য উদাহরণ হিসেবে তুলে ধরছে নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের গণমাধ্যমগুলো। বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন

বিএনপির সমাবেশ নিয়ে ভয়ে মালিক-শ্রমিকরাই পরিবহন বন্ধ করেছে : কাদের

তারিখ : ১০:০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

‘খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে ভয় পেয়ে মালিক-শ্রমিকরাই পরিবহন বন্ধ করেছেন, এ ব্যাপারে সরকার কোনো নির্দেশ দেয়নি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে বিএনপির ঢাকায় সমাবেশ। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ডিসেম্বর মাসে বিএনপির রাজপথ দখল করা এক রঙিন খোয়াব।

ওবায়দুল কাদের আরও বলেন, জঙ্গিবাদের যন্ত্রণা শেখ হাসিনাই সবচেয়ে ভালো বোঝেন। কাজেই বাংলাদেশকে তিনি জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক দেশ হিসেবেই গড়ে তুলছেন।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এখন সারা বিশ্বের অনুপ্রেরণা। করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য উদাহরণ হিসেবে তুলে ধরছে নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের গণমাধ্যমগুলো। বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে।

বিডি-প্রতিদিন