মোস্তাকিমুল নাফিস :
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের পক্ষ থেকে সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার এর নেতৃত্বে প্রেসক্লাব সদস্যরা ১৬ ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহরাব হোসেন অপি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ চৌধুরী,দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বাপ্পি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাকিমুল নাফিস,সহ-প্রচার সম্পাদক মাসুম মিয়া রোবেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।