বিডি রিয়েল ট্যালেন্ট প্রতিযোগীতার পুরস্কার বিতরন
- তারিখ : ০৫:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / 346
আরিফ গাজী :
করোনার মহামারির কারনে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে এর প্রভাব পরে। ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে উৎসাহিত করতে কুমিল্লার মুরাদনগরে অনলাইন ভিত্তিক “বিডি রিয়েল ট্যালেন্ট” প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার “বিডি রিয়েল ট্যালেন্ট” এর উদ্যোগে এবং ময়া ফার্মেসী ও Dreamy Quality of Calligraphy এর সহযোগীতায় সারা দেশব্যাপী অনলাইনের মাধ্যমে এ পতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক ড. মনিরুজ্জামান ও মোঃ সোহেল রানা।
প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে সারা দেশ থেকে ১০০জন প্রতিযোগী অংশ গ্রহন করে। তিনটি ইভেন্টে ৩জন করে মোট ৯জনকে বিজয়ী হিসাবে ঘোষনা করা হয়।
বিজয়ীরা হলেন, ফটোগ্রাফিতে প্রথম হয়েছে সিয়াম, দ্বিতীয় ইশতিয়াক আহমেদ, তৃতীয় মোঃ শাহানেওয়াজ। চিত্রাংকনে প্রথম হয়েছে শেফা আক্তার সামিয়া, দ্বিতীয় শারমিন হিমা, তৃতীয় অপর্না আক্তার সনিয়া। কবিতা লেখায় প্রথম হয়েছে ফারহানা ইসলাম ফারজানা, দ্বিতীয় এনামুল হক, তৃতীয় শেফা আক্তার সামিয়া।