চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের ২৬ দিন পর শারমিন আক্তার কাকলী নামে নবম শ্রেণির এক ছাত্রীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার সুজাতপুরবাজার সংলগ্ন একটি কিন্ডারগার্টেনের একটি কক্ষ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
শারমিন আক্তার কাকলী উত্তর ইসলামাবাদ গ্রামের বজলু বেপারীর মেয়ে। সে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সত্যতা পাওয়া যাবে।
তিনি আরও জানান, এটা অনেক আগের হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনও পাওয়া যায়নি। তদন্ত করে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।
মতলব উত্তর থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা জানান, গত ২৮ মার্চ মেয়েটি উত্তর ইসলামাবাদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার মা ২৯ মার্চ একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বেলা ১১টার দিকে পাশের মাঠে ছেলেরা ক্রিকেট খেলার সময় ওই কক্ষের পাশে বল চলে যায়। তারা ওখানে গন্ধ পেয়ে ভিতরে গিয়ে লাশ দেখতে পায়। পরে ওই মেয়েটির মা রোকেয়া বেগম লাশ দেখে শনাক্ত করেন।
ওই ছাত্রীর মা রোকেয়া বেগম বলেন, গত ২৮ মার্চ সকালে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তার পোশাক দেখে বুঝলাম এটাই আমার মেয়ে।