মরণব্যাধি করোনাভাইরাস এখন দক্ষিণ আফ্রিকা

আরিফুর রহমান দিলু,দক্ষিণ আফ্রিকা:

এবার দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে কোয়াজুলু নাটাল প্রদেশে। দক্ষিণ আফ্রিকান স্বাস্থ্য অধিদফতর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১লা মার্চ দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ইতালি থেকে নিজ দেশে ফেরার পর ৩৮ বছরের এক লোক ফ্লুর লক্ষন নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার প্রথমিক পরীক্ষা নিরীক্ষার পর ঐ রোগীকে করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসাবে সনাক্ত করেন। বর্তমানে সে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩১ ডিসেম্বর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এই মরনব্যাধী প্রাণঘাতি ভাইরাস করোনার প্রচণ্ড হানায় বিপর্যস্ত পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ভাইরাসটির কারণে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা যায় প্রায় ৩ হাজার ২৮৫ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।, আক্রান্ত হয়েছেন অন্তত প্রায় ৮৯ হাজার জন।
মরণব্যাধী করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে একদিনের ব্যবধানে আরও ৪১ জন মৃত্যু মিছিলে সামিল হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জন। চীনের বাইরে এখন সবচেয়ে মৃত্যু ইতালিতে। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৭৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৬০ জন।

ইউরোপের দেশ ইতালিতে ২৫ টি অঞ্চলেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা প্রতিরোধে দেশটির সরকার সকল স্কুল-কলেজ ও বিশ্ববিধ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছেন। এদিকে চীনের বাহিরে বিশ্বের ইউরোপের দেশ ইতালির পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১০৯ জন। ইতোমধ্যে সারা বিশ্বের অন্তত ৮০টি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে মর্মান্তিক প্রাণঘাতী এই ভাইরাস।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!