নিজস্ব প্রতিবেদক।।
মহানবিকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের আলী আক্কাসের ছেলে রাকিবুল ইসলাম (২৮) ও একই গ্রামের লুৎফুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২০)।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপেল্লা রাজু নাহা আরটিভি নিউজকে জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, শনিবার রাত ১১টায় রাকিবুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবিকে (সা.) নিয়ে একটি বিরূপ মন্তব্য পোস্ট করেন। ওই পোস্ট আরিফুল তার ফেসবুকে শেয়ার করেন। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল বাদী হয়ে মামলা দায়ের করেন।
ইউপি চেয়ারম্যান বলেন, ফেসবুকের এই পোস্টের জন্য বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়। রাষ্ট্র এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।